ছাত্রদল নেতা বাবলু’র মৃত‍্যু বার্ষিকী পালিত

আগের সংবাদ

পলাশে ধর্ষণচেষ্টার অভিযোগে সুপার মার্কেটের ব্যবসায়ী গ্রেফতার

পরের সংবাদ

ভূমিদস্যুতায় হারিয়ে যাচ্ছে দুই গ্রামের ফসলি জমি

ফয়সাল, ডাংগা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২১ , ১১:৩০ অপরাহ্ণ

নরসিংদী জেলার পলাশ থানার ডাংগা ইউনিয়নের কাজৈর এবং গালিমপুর গ্রামে ভূমিদস্যুদের তৎপরতায় বিলীন হচ্ছে ফসলি জমি।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় যে, তাদের ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানিয় কিছু প্রভাবসালী লোকজন।
তারা স্থানিয় ভাবে প্রভাবসালী হওয়ায় কৃষকরা তাদের কাছে অসহায়। কেউ একজন যদি উনার জমির মাটি বিক্রি করে তাহলে ভূমিদস্যুরা এমন ভাবে মাটি কাটে যাতে করে আসে পাশের জমি ভেঙ্গে ঐ গর্তে পরে যায় তখন কৃষকরা বাধ্য হয়ে তাদের ফসলি জমির মাটি বিক্রি করেন।

এ সময় মাটি ব্যবসায়ী কয়েক জনের সাথে কথা বলে জানা যায় তারা কাউকে বাধ্য করছেন না মাটি বিক্রি করতে। কৃষকরা ই তাদের কাছে জমির মাটি নিজ ইচ্ছায় বিক্রি করছেন বলে জানায়।

উল্লেখ্য, ফসলি জমির মাটি গুলে স্থানিয় ইটের ভাটায় ইট বানানোর কাচা মাল হিসেবে ব্যবহিত হয়।
এখন-ই যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে ঐ এলাকায় ফসলি জমি বলতে অবশিষ্ট কিছুই থাকবে না বলে ধারনা করছেন এলাকাবাসীরা।

এলাকাবাসীরা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যেনো এখনই এই ভূমিদস্যুদের হাত থেকে ফসলি জমি রাক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন করার হয়।