নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আগের সংবাদ

নরসিংদীর নজরপুর ইউনিয়নে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন সেতু 

পরের সংবাদ

নরসিংদীর পলাশে স্মার্ট কার্ড বিতরণ

নাদিয়া ভূইঁয়া

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১ , ৫:৩৫ পূর্বাহ্ণ

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার নয়টি ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন। সোমবার (১১ জানুয়ারি) সকালে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।

এসময় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ জোবাইদা খাতুন, ঘোড়াশাল পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন, সুরাইয়া বেগম, পৌর প্রকৌশলী আনোয়ার সাদাৎ, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পপি রানী সাহা উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ জোবাইদা খাতুন বলেন, ঘোড়াশাল পৌরসভার ২ হাজার ৮৩১ জনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ আজ থেকে শুরু হয়েছে। এর মধ্যই দিয়েই পলাশে ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত উপজেলার ৭ হাজার ৬৮০ জনের মধ্যে এ পরিচয় পত্র প্রদান করা হবে এ মাসের ১৭ জানুয়ারি পর্যন্ত।