পলাশে জিনারদীর ৮নং ওয়ার্ডে ফুটবল মার্কায় বাবু ননীর জয়

আগের সংবাদ

ব্রাজিলে দূর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী নিহত

পরের সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে  চরসিন্দুরে শাড়ি ও লুঙ্গি বিতরণ

নাসফিহা হক নুপুর, দক্ষিণ দেওড়া,  চরসিন্দুর 

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০ , ৯:২৩ অপরাহ্ণ

চরসিন্দুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) সাহেবের দিকনির্দেশনায় পাঁচশত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার(১৯ অক্টোবর) বিকালে চরসিন্দুর ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে বস্ত্র বিতরণের এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন পলাশ ২ এর নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সৈয়দ জাবেদ হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,পলাশ, নরসিংদী। আরও উপস্থিত ছিলেন মোঃ কারিউল্লাহ সরকার, ভাইস চেয়ারম্যান, পলাশ, নরসিংদী। ও সেলিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, পলাশ উপজেলা।

চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোফাজ্জল হোসেন রতনের আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার ও চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম মেম্বার সহ পলাশ উপজেলা এবং চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংঘ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বী রা নিজেদের সংখ্যালঘু ভাববেন না । বরং অন্য ধর্মের সবাই মিলে আমারা সমান অধিকার ভোগ করব।

মাননীয় এমপি মহোদয় শারদী দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে, নিজ হাতে শাড়ি ও লুঙ্গি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।

নকি