৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে বিনা শর্তে মিলবে প্রণোদনা

আগের সংবাদ

একনজরে আজকের সংবাদপত্র

পরের সংবাদ

২২২ পরিবারের পাশে জেলা ব্লাড ডোনার ক্লাব

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২০ , ৯:০১ অপরাহ্ণ

মুমূর্ষ রোগীদের জন্য বিনামূল্যে রক্তের যোগান দিয়ে অন্যরকম এক রক্তের বন্ধন তৈরী করে নরসিংদী জেলা ব্লাড ডোনার ক্লাব। তবে করোনার এ বিপর্যয়কর পরিস্থিতিতে বসে নেই স্বোচ্ছায় কাজ করা ৬০০ তরুণের এ প্রাণদীপ্ত সংগঠনটি। নিজেরদের আর বন্ধু-প্রবাসীদের সহায়তায় দিনমজুর খেটে খাওয়া মানুষের জন্য এগিয়ে আসে স্বোচ্ছাসেবী এ ক্লাবটি। নিজেদের সামর্থ্য উজাড় করে দিয়ে ২২২ টি পরিবারের কাছে পৌছে দেয় সপ্তাখানেকের খাবার।

খাবার প্যাকেট করছেন ক্লাবের সদস্যরা

নরসিংদী জেলার সদর, পলাশ, রায়পুরা ও শিবপুরে তাদের প্রতিনিধিদের মাধ্যমে বাড়িতে খাবার পাঠিয়ে দিয়ে আসে। প্রতিটি প্যাকেটে প্রায় ৫০০ টাকা খরচ করে মোট ব্যয় করা হয় ১ লাখ ১১ হাজার টাকা। প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ২ কেজি, তেল ১ লিটার ও
১টি সাবান।

মহামারি করোনার এ দুর্যোগকালীন সময়ে দেশের অসহায় ও পরিস্থিতির কারণে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাড়াতে পেরে উচ্ছ্বসিত ক্লাবের সদস্যরা। এ বিষয়ে কথা হয়ক্লাবের সদস্য মেহরাভ ও জিসানের সাথে। জিসান জানায় ইদের আগে আবারও মানুষের ঘরে ঈদ সামগ্রী পৌছে দিতে কাজ করে যাচ্ছে তরুণদের এ দলটি।