পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুর নিচে অবৈধভাবে বালু বিপণন কাজের সাথে জড়িত ব্যক্তিদের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনার আলোকে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত আছে ও থাকবে বলে জানা যায়।