পলাশে প্রতিবন্ধীকে ঘর দিলেন প্রবাসী হারুন

আগের সংবাদ

শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত ২৫

পরের সংবাদ

ঘোড়াশালে আইপিএলের জুয়ায় মেতেছে তরুণ সমাজ!

এম এ মঈন মিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০ , ১০:৪৭ অপরাহ্ণ

IPL ( ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) প্রতিদিন রাত ৮ টায় শুরু হয়। ম্যাচ প্রতি দলে দলে বিভিন্ন গ্রুপ তৈরী করে জুয়া খেলছে ঘোড়াশালের যুবকেরা। এতে করে নষ্ট হচ্ছে অর্থ। বিপরীতে যে জুয়া জিতেছে সে এই অর্থ অবৈধ পথে ব্যবহার করছে। এই অবৈধ অর্থ ধ্বংস করছে যুবকদের জীবন। নাম না প্রকাশের শর্তে এক জুয়ারি জানান, সে ম্যাচ প্রতি ১০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত জুয়া খেলছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক অধিবাসী জানান, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অবৈধ ভাবে জুয়ার মাধ্যমে লেনদেন হচ্ছে। এতে করা পড়াশোনা করতে পারছে না যুবকেরা। চলে যাচ্ছে বিপথে। হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। এতে করে সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে।

এই অবস্থা থেকে সমাজের মানুষ চাচ্ছে পরিত্রাণ। আইপিএল ঘিরে গড়ে ওঠা জুয়ার কবল থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে সমাজে শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট হওয়ার পাশাপাশি অন্যায়-অপকর্ম বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে।